Logo

শর্তাবলী

স্বাগতমঃ

মূহুরী-তে আপনাকে স্বাগতম। নিম্নোক্ত শর্তাবলীসমূহ এই ওয়েবসাইট অথবা মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশন, এখানে ধারণকৃত বিষয়বস্তুসমুহ এবং সেবাসমূহ ব্যবহার এবং প্রবেশাধিকার (আপনি বা যেকোনো ব্যক্তি অথবা সত্ত্বা যাকে আপনি আপনার প্রবেশাধিকার দিয়ে প্রবেশের অনুমতি দিবেন) নিয়ন্ত্রন করে।

মুহুরী আপনার সব রকম তথ্যের গোপনীয়তার মূল্য দেয়। এই গোপনীয়তা নীতি অনুযায়ী, আপনি যখন আমাদের ওয়েবসাইট https://muhuri.app  অথবা মোবাইল অ্যাপ্লিকেশন পরিদর্শন করেন এবং আমাদের সেবা সমূহ ব্যবহার করেন, তখন আমরা আপনার সম্পর্কে যে তথ্য সংগ্রহ করি এবং আমরা কীভাবে সেই তথ্য ব্যবহার করি তা প্রকাশ করি।

গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তবে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন support.muhuri.app@gmail.com এ। এই নীতিটি মুহুরীর শর্তাবলীর সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি https://muhuri.app/terms-and-conditions এই লিংকে দেখা যাবে অথবা মোবাইল অ্যাপ্লিকেশনে প্রবেশের সময় দেখতে পারবেন। মোবাইল অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন এবং / অথবা সেবাগুলোর ব্যবহার এবং মোবাইল অ্যাপ্লিকেশনে প্রদত্ত যে কোনো ব্যক্তিগত তথ্য মুহুরী শর্ত সাপেক্ষে ব্যবহার করতে পারবে।

মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড, ইন্সটলেশন, সাবস্ক্রিপশন, হালনাগাদ কিংবা ব্যবহারের ক্ষেত্রে এখানে উল্লেখিত শর্তাবলী প্রযোজ্য বিধায় অনুগ্রহপূর্বক মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহারের আগে উল্লেখিত শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

১। শর্তাবলী মেনে নেওয়ার স্বীকৃতিঃ

(১.১) মুহুরী ওয়েবসাইট অথবা মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সময় আপনার সঙ্গে আমাদের সম্পর্ক এই শর্তাবলী মোতাবেক নিয়ন্ত্রিত হবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড, ইন্সটলেশন, সাবস্ক্রিপশন, হালনাগাদ কিংবা ব্যবহারের মাধ্যমে আপনি এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছেন যে, এখানে উল্লেখিত সকল শর্তাদি আপনি মেনে নিয়েছেন এবং আপনি মেনে চলতে বাধ্য থাকবেন।
(১.২)  আপনি যদি এখানে উল্লেখিত শর্তাবলী মেনে চলতে অপারগতা প্রকাশ করেন অথবা আপত্তি বোধ করেন, তবে অনুগ্রহ পূর্বক ওয়েবসাইটটি এবং/অথবা ওয়েবসাইটটির প্রস্তাবিত সেবাসমূহ ব্রাউজ, ব্যবহার এবং/অথবা প্রবেশ থেকে বিরত থাকুন এবং  অবিলম্বে মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনার মুঠোফোন, ট্যাব বা অন্য যেকোনো ডিভাইস ও এপ্লায়েন্স থেকে আন ইনস্টল করে ফেলুন  অথবা মুছে ফেলুন।
(১.৩) এই মোবাইল অ্যাপ্লিকেশনটির সেবাসমুহ পেতে, ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, এবং কোন প্রতিষ্ঠান, সংস্থা বা সংগঠনের ক্ষেত্রে আপনার উক্ত চুক্তিটিতে নিজেকে এবং উক্ত প্রতিষ্ঠানকে আবদ্ধ করার ক্ষমতা রয়েছে।

২। রেজিস্ট্রেশন এবং সেবাসমূহ এবং/ অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারঃ

(২.১) এই মোবাইল অ্যাপ্লিকেশনে এবং/অথবা নির্দিষ্ট সেবাসমূহ প্রবেশ/ব্যবহার করতে অথবা  প্রবেশ/ব্যবহার চালিয়ে যেতে, আপনার নির্দিষ্ট কিছু ব্যাক্তিগত তথ্য প্রদান করতে হতে পারে। আপনি এই সাইটে অথবা সাইটের ওইরূপ সেবাসমূহের জন্যে রেজিস্ট্রেশন করলে ধরে নেয়া হবে যে আপনি রেজিস্ট্রেশনের জন্যে প্রয়োজনীয় সত্য, নির্ভুল, হালনাগাদ এবং সম্পূর্ণ তথ্য প্রদানে সম্মত। 
(২.২) মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে দেয়া সেবা এবং/ অথবা ফিচার সমূহ আপনাকে প্রদানের সুবিধার্থে আপনার ডিভাইসের এসএমএস ও কন্টাক্ট নাম্বারসমূহ এক্সেস করার জন্য আপনি অনুমতি প্রদানে সম্মত। 
(২.৩) এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড, ইন্সটলেশন, সাবস্ক্রিপশন, হালনাগাদ, কিংবা ব্যবহার সবার জন্য উন্মুক্ত।
(২.৪) এই মোবাইল অ্যাপ্লিকেশন-এ হিসাবরক্ষণের সব ফিচার রয়েছে, যাতে ব্যবহারকারী তার ব্যবসার লেনদেনের তথ্য, কাস্টমার, সাপ্লায়ার, কর্মচারী, জমির মালিক এর তথ্য অন্তর্ভুক্তির সুযোগ পায়। ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত তথ্য বা তথ্য অন্তর্ভুক্তি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিজ দায়িত্ব।
(২.৫) এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইন্টারনেট সংযোগ সহ এবং ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যায়। আপনার যাবতীয় তথ্য শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই ব্যাকআপ করা যাবে।
(২.৬) আপনি যেকোন সময়ে নির্দিষ্ট নির্দেশ পালন করে নিজের একাউন্টটি বন্ধ করে দিতে পারবেন।
(২.৭) আপনার একাউন্ট নিয়ে যদি কোন তদন্ত চলতে থাকে, এবং এই সময়ে আপনি একাউন্টটি বন্ধ করার অনুরোধ করে থাকেন, সেক্ষত্রে আপনার একাউন্টটি বন্ধ করার পরেও আপনি সকল বাধ্যবাধকতার জন্যে দায়ী থাকবেন।
(২.৮) আপনার একাউন্টের সাথে জড়িত ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) গোপন রাখার সকল দায়িত্ব আপনার এবং উক্ত ওটিপি অন্য কোন ব্যক্তির কাছে প্রকাশ করার মাধ্যমে যদি কোন ক্ষয়-ক্ষতি হয় সেক্ষত্রে মুহুরী কোন ভাবেই দায়ী থাকবে না।

৩। মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সেবা এবং/অথবা বিষয়বস্তুর সীমাবদ্ধ ব্যবহারঃ

(৩.১) আপনি এই মর্মে সম্মতি দিচ্ছেন যে নিম্নের কোন কারনে আপনি উক্ত মোবাইল অ্যাপ্লিকেশনটির ব্যবহার করবেন নাঃ
ii. কোন তৃতীয় পক্ষের স্বত্বধিকার যেমনঃ কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, ট্রেড সিক্রেট ইত্যাদি লঙ্ঘন করবেন না।
ii. আমাদের কোন সেবাসমুহের অনুলিপি করা, প্রদর্শন, বিতরণ করা, পরিবর্তন করা, প্রকাশ করা, পুনরুৎপাদন করা, সংরক্ষন করা, প্রেরণ করা, পোস্ট করা, অনুবাদ করা থেকে বিরত থাকবেন।
(ক) কপি, প্রচার করা, পরিবর্তন, পুর্ণবিন্যাস, প্রদর্শন, বিতরন, লাইসেন্স, প্রেরন, বিক্রয়, সম্পাদন, প্রকাশ, হস্তান্তর, লিঙ্ক প্রদান, বিপরীত প্রকোশলী অথবা পৃথকীকরণ (প্রযোজ্য আইন দ্বারা সুস্পষ্টভাবে যতটুকু অনুমোদিত তা ব্যতিত) অথবা অন্যভাবে মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশন এবং/অথবা ওয়েবসাইটের যে কোন অংশ এবং/অথবা সেবাসমূহ উপরোক্ত উদ্দেশ্যে সহজলভ্য করা  (এখানে বর্ণীত শর্তাদি ব্যাতিত) থেকে বিরত থাকবেন।
(খ) এই মোবাইল অ্যাপ্লিকেশন এবং/অথবা ওয়েবসাইট এর সেবাসমুহের প্রতি বা হতে লিংক অন্তর্ভূক্ত অথবা তৈরী করা (ডিপ-লিংক সহ) থেকে বিরত থাকবেন।
(গ) এই মোবাইল অ্যাপ্লিকেশন এবং/অথবা সেবাসমূহের প্রতিলিপি করা অথবা এই মোবাইল অ্যাপ্লিকেশন  এবং/অথবা ওয়েবসাইট এবং/অথবা সেবাসমূহের কোন অংশে পৃথক বর্ডার তৈরী করা (যা “ফ্রেমিং” নামেও পরিচিত) থেকে বিরত থাকবেন। 
(ঘ) হ্যাক (Hack) করা, মাত্রাতিরিক্ত ট্রাফিক চাহিদার সৃষ্টি, অন্য কম্পিউটারের প্রোব বা ছন্দবিশ্লেষণ করা,  ভাইরাস প্রদান করা, মেইল বোম্ব, চেইন লেটারস অথবা পিরামিড স্কীমস অথবা অন্য ব্যাবহারকারীদের এই অ্যাপ, ওয়েবসাইটটি এবং/অথবা সেবাসমূহের অথবা অন্য কোন ওয়েবসাইট বা সেবাসমূহের প্রবেশ/ব্যবহার দমন করার লক্ষ্যে উদ্দিষ্ট কোন কার্যকালাপের সাথে জড়িত থাকা থেকে বিরত থাকবেন।
(ঙ) প্রযোজ্য তথ্য সংরক্ষন আইন এবং এই শর্তাদির সাথে সংগতিপূর্ণ নয় এমন ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করা থেকে বিরত থাকবেন।
(চ) মুহুরী অনুমোদিত, মুহুরী কর্তৃক বিক্রয়ের জন্যে প্রস্তাবিত অথবা মুহুরী কর্তৃক সৃষ্ট এরকম ধারনা সৃষ্টির মাধ্যমে পন্য বা সেবা বিক্রয়ের প্রস্তাব বা বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকবেন।
(ছ) অন্য যেকোন ব্যক্তি বা স্বত্তার সৃজনশীল সম্পদের অধিকার লঙ্ঘন করা থেকে বিরত থাকবেন।
(জ) এই মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এবং/অথবা সেবাসমূহের ব্যবহারকারীদের তথ্য উৎপন্ন অথবা সংগ্রহের কাজ়ে এই মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এবং/অথবা সেবাসমূহ ব্যবহার করা অথবা অনুমোদোনবিহীন অথবা অযাচিত বিজ্ঞাপন, জাংক অথবা বাল্ক মেইল (“স্প্যাম” হিসেবে পরিচিত) পোষ্ট অথবা বিতরন করা থেকে বিরত থাকবেন।
(ঝ) এই মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এবং/অথবা সেবাসমূহের অংশবিশেষ এমনভাবে ব্যবহার করা যা আমাদের সার্বিক এবং নিজস্ব বিবেচনা সাপেক্ষে আপত্তিকর এবং অনুপযুক্ত অথবা ব্যবসা, ব্র্যান্ড, সুনাম, সম্মানের জন্য ক্ষতিকর অথবা অন্যথায় অগ্রহনযোগ্য বলে মনে হয়:

iii. যেকোন ডাটা ট্রান্সমিট করার জন্য সেবাসমুহ ব্যবহার করা বা ভাইরাস, ট্রোজান হর্স বা অন্য কোনও ক্ষতিকারক প্রোগ্রাম বা অনুরূপ কম্পিউটার কোড রয়েছে যা কোনও কম্পিউটার সফ্টওয়্যার বা হার্ডওয়্যারের ক্রিয়াকলাপকে প্রতিকূলভাবে প্রভাবিত করার জন্য ডিজাইন করা কোনও উপাদান পাঠাতে বা আপলোড করতে উক্ত সেবাসমুহ ব্যবহার করবেন না।
iv. প্ল্যাটফর্ম বা সেবাসমুহ বা এর যে কোনও অংশ নিরীক্ষণ বা অনুলিপি করতে যে কোনও রোবট, অন্যান্য স্বয়ংক্রিয় ডিভাইস বা ম্যানুয়াল প্রক্রিয়া ব্যবহার করবেন না।
v. উক্ত সেবাসমুহ কোন প্রকার ক্ষতিকারক, হয়রানিমূলক, নিন্দামূলক, মানহানিকর, অশ্লীল, পর্নোগ্রাফিক, পেডোফিলিক, অন্যের গোপনীয়তা আক্রমণকারী, ঘৃণ্য, জাতিগতভাবে আপত্তিকর, অবমাননাকর, অর্থ পাচার বা জুয়া বা অন্য যেকোন ভাবে বেআইনি কাজের জন্য ব্যবহার করবেন না।

৪। তথ্য সংরক্ষণ এবং ব্যবহারঃ

এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনার ব্যবহার নির্বিঘ্ন করার স্বার্থে আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত কিছু তথ্য অনুমতি সাপেক্ষে সংগ্রহ করতে পারে।
(৪.১) আপনার তথ্য হারিয়ে যাওয়ার বিপত্তি হতে রক্ষা করতে এবং গবেষণার প্রয়োজনে আপনার প্রদত্ত তথ্য ‘ব্যাকআপ’ নেয়া বা সংরক্ষণ করা হয়।
(৪.২) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই তথ্য গুলি ব্যবহার করা হতে পারে।
(৪.৩) আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত অবস্থানের তথ্য নেওয়া হচ্ছে আপনার অবস্থান অনুযায়ী সেবা প্রদান করার জন্য।
(৪.৪). প্রসঙ্গত আমরা আপনার কাছ থেকে নিম্নোক্ত তথ্যাদি সংগ্রহ করতে পারিঃ
(ক) পুরো নাম; 
(খ) ঘের/প্রতিষ্ঠানের নাম;
(গ) জেলা, উপজিলা, থানা (পুলিশ স্টেশনসহ) এবং গ্রাম সহ ঘেরের  ঠিকানা;
(ঙ) মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা সহ যোগাযোগ করার তথ্যাদি।

এবং উক্ত চুক্তিটিতে সম্মত হওয়ার মাধ্যমে আপনি মুহুরীকে আপনার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করার জন্যে সম্মতি দিচ্ছেন।

৫। প্রতিশ্রুতিঃ

উপরোল্লিখিত শর্তাবলীর অধীনে মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তথ্য প্রদানের ক্ষেত্রে আপনি এই মর্মে সম্মতি প্রদান করছেন যে ব্যবহারকারী হিসাবে আপনার সকল তথ্য সঠিক থাকবে এবং প্রদানের সময় সর্বাত্মক চেষ্টা করবেন আপনার প্রদত্ত তথ্য,
(৫.১) মিথ্যা, বেঠিক বা বিভ্রান্তিকর নয়;
(৫.২) তৃতীয় পক্ষের কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, ব্যবসায়ীক গোপনীয়তা বা অন্যান্য কোন অধিকার লঙ্ঘন করছে না;
(৫.৩) কোন বিধি, আইন, অধ্যাদেশ প্রবিধান্ লঙ্ঘন করছে না।
আপনি উক্ত মোবাইল অ্যাপ্লিকেশনে সর্বদা নিজের তথ্য যেমন, মোবাইল নম্বর হালনাগাদ করে রাখবেন এবং এই এই মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে পাঠানো যেকোন নোটিশ যোগাযোগ করা হয়েছে বলে ধরে নেয়া হবে। যদি কোন কারণে, উক্ত মোবাইল নম্বর হালনাগাদ করা না থাকে, সে ক্ষেত্রে মুহুরী উক্ত চুক্তিটি রদ করে দিতে পারবে।
উক্ত মোবাইল নম্বর প্রদানের মাধ্যমে আপনি মুহুরী এর কাছ থেকে মেসেজের মাধ্যমে যোগাযোগ পাওয়ার জন্যে সম্মতি দিচ্ছেন।
(৫.৪)আপনার দেয়া তথ্য সঠিক কিনা সেই ব্যাপারে মুহুরী যেকোন ধরনের যাচাই প্রক্রিয়া গ্রহণ করতে পারবে এবং আপনার কাছে আরো তথ্যের অনুরোধ করতে পারবে। আপনি যদি কোন তথ্য প্রদান করতে আপত্তি প্রকাশ করেন, সেক্ষেত্রে আপনি উক্ত মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে অনুপযুক্ত বলে গণ্য করা হবে।

৬। সেবার সীমাবদ্ধতাঃ

যে কোন সময়, আমরা মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশন এর ব্যবহারকারীদের স্বার্থে, প্রয়োজনীয় নোটিশ প্রদান করে অ্যাপ্লিকেশনটি পরিবর্তন, সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন, অথবা স্থগিত করার ক্ষমতা এবং আইনগত অধিকার রাখি। যদি কোন পরিস্থিতিতে নোটিশ প্রদান করা সম্ভব না-ও হয়, সেক্ষেত্রে উক্ত নোটিশ প্রদান ছাড়াই আমরা মোবাইল অ্যাপ্লিকেশনটি পরিবর্তন, সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন, অথবা স্থগিত করার কারনে ব্যবহারকারী বা তৃতীয়পক্ষের নিকট দায়বদ্ধ হবো না, যদি না এই শর্তাবলীর পরিপন্থী কর্মকাণ্ডের মাধ্যমে ঘটে।
পরিবর্তন, সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন অথবা স্থগিত করার পরেও উক্ত মোবাইল অ্যাপ্লিকেশন ক্রমাগত ব্যবহার করতে থাকলে, এটি নিশ্চিত করা হবে যে আপনি সকল পরিবর্তন, সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন অথবা স্থগিতকরনে সম্মত।

৭। দায়বদ্ধতাঃ

(৭.১) মোবাইল অ্যাপ্লিকেশনটি যে অবস্থাতে আছে সে অবস্থাতেই ডাউনলোড, ইন্সটলেশন এবং ব্যবহারযোগ্য; এবং আমরা মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য ব্যবহারকারীকে মোবাইল অ্যাপ্লিকেশনটির সন্তোষজনক গুণমান সংক্রান্ত কোন মতামত, পরামর্শ বা কোনো প্রকারের ওয়ারেন্টি, গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করছি না। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহারের কারনে যদি আপনার মোবাইল ফোনের কোন সমস্যা দেখা দেয় বা কোন কারনে আপনার ডিভাইসটি নষ্ট হয়, তার জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির সাথে যুক্ত বিশেষজ্ঞগণ, মুহুরী বা এর কোনো কর্মী, কর্মকর্ত্রী অথবা কর্মকর্তা দায়ী হবে না।
(৭.২) ব্যবসার হিসাব, এই মোবাইল অ্যাপ্লিকেশনে, অন্তর্নিবেশ করার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার এবং আপনার দেয়া হিসাবে কোন প্রকার ভুলভ্রান্তি এবং তা হতে প্রাপ্ত ভুল ফলাফল একান্তই আপনার ভুলের কারনে সংঘটিত বিধায় এ জাতীয় কোন ভুল হিসাবের জন্য এই অ্যাপ্লিকেশন তৈরির সাথে যুক্ত বিশেষজ্ঞগণ, মুহুরী বা এর কোনো কর্মী, কর্মকত্র্রী অথবা কর্মকর্তা দায়ী হবে না।
(৭.৩) আপনার একাউন্টে সংঘটিত সকল কার্যকলাপের জন্য আপনি দায়বদ্ধ থাকবেন এবং মুহুরী ব্যবহারকারীর একাউন্টে অননুমোদিত কোন কার্যকলাপের জন্য কোনো দায়বদ্ধতা নিবে না।

৮। সতর্কতাঃ

আপনার মোবাইল ডিভাইসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে সর্বশেষ ব্যাকআপ না হওয়া ডাটা ফিরিয়ে দেয়া সম্ভব নয়।

৯। মেধা সম্পত্তি বা বৌদ্ধিক সম্পত্তির অধিকার এবং কপিরাইট লঙ্ঘনঃ

এই মোবাইল অ্যাপ্লিকেশনের যাবতীয় সকল তথ্য সমগ্র ও উপাত্তসমূহ কপিরাইটের আওতায় সংরক্ষিত এবং মুহুরী-এর লিখিত ও চুক্তিভিত্তিক অনুমতি ব্যতীত এই মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত ফিচারসমূহের বিন্যাস, সংকলনের প্রকৃতি বা কোড ব্যক্তিগত বা ব্যবসায়ীক স্বার্থে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। সত্ত্বাধিকারী ব্যতীত অন্য কেউ এই মোবাইল অ্যাপ্লিকেশনের যাবতীয় সকল তথ্য সমগ্র ও উপাত্তসমূহ নিয়ে ব্যবসা করলে বা বিজ্ঞাপন দিলে তা আইনত দণ্ডনীয়।

১০। ক্ষতিপূরণঃ

আপনি মুহুরী বা মোবাইল অ্যাপ্লিকেশনগুলির সাথে যুক্ত বিশেষজ্ঞদেরকে নিজের কৃতকর্মের ফলে বা এই চুক্তির লঙ্ঘনের ফলে উদ্ভূত তৃতীয় পক্ষের দ্বারা ক্ষতিগ্রস্থ, দায়বদ্ধতা বা ব্যয় বহন করা থেকে মুক্তি দিতে সম্মত হন এবং এই মর্মে কোন ঘটনা মুহুরীর নিকট প্রতীয়মান হলে আমরা তা থেকে উদ্ভূত দাবী, ক্ষতি, দায় বা চাহিদা অবিলম্বে আপনাকে অবহিত করবো, এবং আপনি মুহুরী বা মোবাইল অ্যাপ্লিকেশন-এর সাথে যুক্ত বিশেষজ্ঞগণকে দায় হতে অব্যাহতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

১১। সংশোধনঃ

মুহুরী, এই মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত সকল বিশেষজ্ঞগণের সহায়তায় ও অবলম্বন দ্বারা যে কোন সময় অধিকারভুক্ত ও যথাযথ নোটিশ প্রদান সাপেক্ষে এই শর্তাবলীসমূহ সংশোধন, বা পরিবর্ধন করার অধিকারী। উক্ত সংশোধন ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপ্লিকেশনে প্রকাশ করার মাধ্যমে ধরে নেয়া হবে যে তা কার্যকরভাবে যোগাযোগ করা হয়েছে।

১২। অধিক্ষেত্রঃ

মুহুরী-এর এই মোবাইল অ্যাপ্লিকেশনের শর্তাবলী বা এর যে কোন অংশ বা বিধি বাংলাদেশের প্রচলিত যথাযথ আইন ও বিধান অনুযায়ী পরিচালিত হবে।

১৩। আইনি ব্যবস্থাঃ

উপরোল্লিখিত শর্তাবলী ব্যতীত অন্যান্য যেকোনো পরিস্থিতিতে আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশন-এর যেকোনো বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলে এবং তা মুহুরী বা মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির সাথে সংযুক্ত ব্যক্তিবর্গের বা প্রতিষ্ঠানের স্বার্থের সাথে অননুকূল হলে মুহুরী বা মুহুরী মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির সাথে যুক্ত ব্যক্তিবর্গ আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।