Logo

মুহুরী সম্পর্কে

বাংলাদেশে সত্তরের দশক থেকে বাণিজ্যিক ভাবে চিংড়ি সহ মৎস্য চাষ শুরু হয়। চাষ পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগলেও, ঘের ব্যাবস্থাপনা এখনও ডিজিটাল হতে পারেনি। একই সাথে ঘেরের হিসাব-নিকাশ এখনো খাতা কলমে রাখা হয়। খাতা কলমে হিসাব রাখার কারণে ঘেরের আয়-ব্যায়, লাভ-ক্ষতি, মাছের উৎপাদন, পোনা খরচ, কাস্টমার-সাপ্লায়ার এর বাকি হিসাব সঠিক ভাবে নিরুপন করা সময় ও কষ্ট সাপেক্ষ। এই কারণে ঘেরের বর্তমান অর্থনৈতিক অবস্থা সঠিক ভাবে জানা যায় না। 

ঘের ব্যাবস্থাপনা এবং ঘেরের হিসাব নিকাশ ডিজিটাল করার লক্ষে মুহুরীর যাত্রা। ঘের ববস্থাপনা ও পরিচলনা আধুনিক করার মাধ্যমে মৎস্য শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও লাভজনক করাই মুহুরীর একমাত্র উদ্দেশ্য।