Logo

সাধারণ জিজ্ঞাসা

মুহুরী হচ্ছে ঘেরের হিসাব-নিকাশ রাখার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন।
এটি ব্যবহার করে ঘেরের হিসাব-নিকাশ সহজে রাখতে পারবেন।

হ্যাঁ, আপনাকে একটি মুহুরী একাউন্ট খুলতে হবে।

যেকোনো বাংলাদেশি নাগরিক। অ্যাকান্ট ধারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে

না, মুহুরী একাউন্ট খুলতে কোনো চার্জ লাগবে না। কিন্তু নির্দিষ্ট সেবা নিতে গেলে সাবস্ক্রিপশন কিনতে হবে।

হ্যাঁ, মুহুরী ব্যবহার করতে আপনার স্মার্টফোন থাকা প্রয়োজন।
আপনার স্মার্টফোনে মুহুরী অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে।

প্রথমবার মুহুরী-তে একাউন্ট খুলতে গেলে অথবা নতুন করে লগইন করা অথবা ডাটা ব্যাকআপ নেওয়ার জন্য আপনার ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন।
এরপর ইন্টারনেট না থাকলেও মুহুরী ব্যবহার করতে পারবেন।

না, মুহুরী একাউন্ট খুলতে আপনার রবি, গ্রামীনফোন, বাংলালিংক, টেলিটক অথবা এয়ারটেল এর বর্তমান সিম কার্ডটিই যথেষ্ট।
নতুন সিম কেনার কোনো প্রয়োজন নেই।

আপনি যদি আপনার মোবাইল নম্বর পরিবর্তন করেন তাহলে, তাহলে নতুন নম্বর দিয়ে একটি নতুন মুহুরী একাউন্ট খুলে নিতে পারবেন

পুরাতন সিম কার্ড তুলে অথবা নতুন স্মার্টফোন কিনে সেটআপ করলে আপনি আপনার পুরাতন মুহুরী একাউন্ট দিয়ে লগইন করতে পারবেন।

আপনার মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি কাউকে শেয়ার করবেন না

আপনি যদি আপনার মুহুরী একাউন্ট বন্ধ করতে চান তাহলে আপনাকে আপনার মুহুরী একাউন্টে লগইন করে একাউন্ট বন্ধ করার জন্য একটি অপশন পাবেন।

আপনি যদি আপনার মুহুরী একাউন্ট বন্ধ করেন তাহলে আপনার সকল ডাটা মুছে যাবে।

আপনি যদি মুহুরীর সাবস্ক্রিপশন কিনতে চান তাহলে আপনাকে আপনার মুহুরী একাউন্টে লগইন করে সাবস্ক্রিপশন কিনার জন্য একটি অপশন পাবেন।

মুহুরীর সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে।

আপনি যদি মুহুরীর সাবস্ক্রিপশন বন্ধ করেন তাহলে আপনার পুরাতন হিসাব-নিকাশ ডাটা আমাদের সর্ভারে সংরক্ষিত থাকবে।
আপনি পুরাতন সকল হিসাব-নিকাশ ডাটা দেখতে পারবেন। কিন্তু নতুন করে হিসাব-নিকাশ ডাটা যোগ করতে পারবেন না।

মুহুরী হেল্পলাইন(হোয়াটসঅ্যাপ): ০১৭৪৮৭৮৪৭১৯
ইমেল: muhuri.app@gmail.com